জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বা আইনবিজ্ঞানের গুরুত্ব সমূহ নিন্মে সংক্ষেপে আলোচনা করা হলোঃ-
আইনের উৎপত্তি, ক্রমবিকাশ তথা আইনের উৎকর্ষ সাধনে আইন বিজ্ঞানের অবদার আইনের ইতিসাসে অম্লান ও অবিনশ্বর হয়ে থাকবে।আইনবিজ্ঞান অধ্যয়ন ছাড়া আইন সম্পর্কে জ্ঞানাজন করা সম্ভব নয়।আইন বিজ্ঞান হল আইনের প্রতিচ্ছবি। তাই এই বিজ্ঞান পাঠ করা ছাড়া কোন ব্যক্তি আইন বিষয়ে অর্জন করতে পারবে না।
০১। আইন সম্পর্কে জ্ঞান লাভঃ
০২। আইনগত চিন্তাধারার বিকাশঃ
০৩। আইন শিক্ষার ব্যাকরণঃ
০৪। আইনের মৌলিক নীতিমালা সম্পর্কে জ্ঞান লাভঃ
০৫। প্রচলিক আইনের ব্যাখ্যা প্রদানঃ
০৬। আইন কাঠামোর উপর আলোকপাত করা যায়ঃ
০৭। আইন প্রণয়ন সম্পর্কে জ্ঞানলাভ করা যায়ঃ
০৮। বিচার কার্যে এর ভুমিকাঃ
০৯। বিচার বিভাগীয় নজীর সম্পর্কে জ্ঞানঃ
১০। আইনের শ্রেণীবিভাগ সম্পর্কে জ্ঞান লাভঃ
১১। আইনের প্রয়োগবিধি অবগত হওয়াঃ
১২। আইনে ব্যবহৃত শব্দের ব্যাখ্যা অবগত হওয়াঃ
১৩। গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানের ক্ষেত্রেঃ
১৪। অন্যান্য বিষয়ের সহিত আইনের সম্পর্ক নির্ণয় করা যায়ঃ
১৫। ন্যায়বিচার সম্পর্কে জ্ঞান লাভঃ
১৬। আইন সম্পর্কীত উপদেশ লাভঃ
১৭। পূর্ব হতে অধিকার-কর্তব্য সম্পর্কে সচেতনঃ
১৮। জটিল মামলার সমাধানঃ
১৯। সামাজিক পরিবর্তনে এর ভূমিকাঃ
২০। আইনজীবিদের নিকট এটি পাঠের প্রয়োজনীয়তাঃ
VERY GOOD
ReplyDelete