Find the Questions you Need

ইসলামী আইন কাকে বলে? What is Islamic Law?

ইসলামী মতানুসারে আইন হল কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের উপর প্রতিষ্ঠিত বিধানাবলী যার মাধ্যমে একজন মুসলমান তার সামগ্রিক কার্যাবলী পরিচালনা করে।

ইসলামী মতানুসারে আইন কোন নির্দিষ্ট ভূ-খন্ডের সার্বভৌম রাষ্ট্রীয় ক্ষমতা কর্তৃক গৃহীত আইন নয়। ইহা মূলতঃ পবিত্র কোরআনে আল্লাহর হুকুম সমূহ ‘ইলমা ইল ইয়াকিন’ এর মহানবীর নির্দেশিত পথ। তবে এই আইনকে কোন দেশের আইন হিসাবে গ্রহণ করতে বাধা নেই। স্যার আবদুর রহিমের মতে আইন হলো একজন মুসলমানের সর্ব ব্যাপারে ধর্ম কিংবা নৈতিকতাবোধ যা স্বয়ং আল্লাহর নিকট হতে প্রাপ্ত।

আইনবিজ্ঞানী কুলসন মুসলিম আইনের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, মহান আল্লাহতায়ালার ঐশী ইচ্ছার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রকাশই হল মুসলিম বা ইসলামী আইন।এই সকল আইনসমূহ মুসলিম সমাজকে নিয়ন্ত্রণ করে এবং ইসলামী রাষ্ট্রের দিক-নির্দেশক হিসেবে কাজ করে।

3 comments:

  1. কোরআন বানান ভুল হয়েছে।

    ReplyDelete
  2. কোরআন বানাটা টিক করবেন,,!!

    ReplyDelete