Find the Questions you Need

What is Jurisprudence? আইন বিজ্ঞান কাকে বলে?

জুরিসপ্রুডেন্স কি?
বাংলা ভাষায় ইংরেজী Jurisprudence শব্দটির বিভিন্ন প্রতিশব্দ রয়েছে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সকলের গ্রহণযোগ্য কোন প্রতিশব্দ ঘোষনা না করায় এর বিভিন্ন প্রতিশব্দ দেখা যায়। ইংরেজী jurisprudence শব্দটি ল্যাটিন শব্দ Juris Prudentia শব্দমালা থেকে উদ্ভূত হয়েছে। Jurisশব্দের অর্থ হল ’আইন’  (Law) এবং Prudentia শব্দের অর্থ হল ‘বিজ্ঞান’ (Science) বা ‘জ্ঞান’ (Knowledge) সুতরাং Jurisprudence শব্দের অর্থ দাঁড়ালো ‘আইনের জ্ঞান’ (Knowledge of law) বা ’আইনবিজ্ঞান’ (Science of law)।
অষ্টিনের মতে আইন বিজ্ঞান, jurisprudence is the philosophy of positive law. 
হল্যান্ডের মতে আইন বিজ্ঞান, jurisprudence is the formal science of positive law.



অন্যভাবে বলা যায়, আইন হলো নিয়মের এক পদ্ধতি যাকে নাগরিক বাধ্যতা, রাজনীতি, অর্থনীতি এবং সমাজের ভিত্তি নির্মান করতে ও প্রতিষ্ঠানের মধ্যমে কার্জকরী করতে ইহাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। আইন জনগণের মধ্যে সম্পর্ককে প্রধান সামাজিক মাধ্যম হিসেবে কাজ করে। ৩৫০ খ্রীষ্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক অ্যারিষ্টটল লিখেছিলেন, " আইনের শাসন যেকোন ব্যক্তি শাসনের চেয়ে ভাল"।

3 comments: