Find the Questions you Need

Showing posts with label টর্ট আইন (Law of Tort) কি?. Show all posts
Showing posts with label টর্ট আইন (Law of Tort) কি?. Show all posts

টর্ট আইন (Law of Tort) কি?

টর্ট আইন (Law of Tort)
ল্যাটিন Tortum শব্দ থেকে Tort শব্দটির উৎপওি।আভিধানিক অর্থে Tort বলতে অপরের কোন ক্ষতিসাধন করাকে বুঝায়।আরো সহজভাবে বলা যায় Tort শব্দের অর্থ হলো বাকা।

রোমান ভাষায় Tort কে Deliet বলা হয়।ইংরেজী ভাষায় Tort কে wrong বলা হয়।বাংলা ভাষায় Tort এর সঠিক এবং গ্রহনযোগ্য কোনো শব্দ না থাকায় একে Tort বলে অভিহিত করা হয়।তবে কেউ কেউ আবার একে Quasicontract (নিমচুক্তি) ও Civil wrong (দেওয়ানী চুক্তি) বলে আখ্যায়িত করে থাকে।

যখন কোন ব্যক্তি তার দায়িত্ব কর্তব্য থেকে সরে গিয়ে কিংবা বিচ্যুতি হয়ে অন্য কারো ক্ষতি সাধন করে তখন তাকে Tort বলা হয়।

প্রফেসর Salmond বলেন-Tort চুক্তি ও বিশ্বাসভঙ্গ ব্যতীত এমন এক ধরনের দেওয়ানী অপরাধ যার প্রতিকার হচ্ছে অনির্ধারিত আর্থিক ক্ষতিপূরন।

Sir Frederric Pollock বলেন- এমন কোন কাজ করা বা করা হতে বিরত থাকা যা আইন সমর্থনযোগ্য নয় এবং চুক্তির সাথে সম্পর্কহীন তাকেই Tort বলা হয়।

সবকিছু পর্যালোচনা করে পরিশেষে বলা যায়, যখনই কোন ব্যক্তি তার কর্তব্য পালনে অবহেলা করবে বা অন্যের অধিকারে অবৈধ হস্তক্ষেপ করবে আইনুযায়ী সে দায়ী হবে এবং এটাকে বলা হয় Tort।

তবে এই ধরনের অধিকার ভঙ্গ বা অপরাধ কোন প্রকার চুক্তি বা বিশ্বাস ভঙ্গ হতে সৃষ্টি হয় না।তবে যে ব্যক্তি Tort এর অপরাধে দায়ী হবে তাকে আর্থিক ক্ষতিপূরনে প্রদান করতে হবে।এটি Tort এর অন্যতম প্রতিকার।তাছারাও ক্ষতিগ্রস্ত পক্ষের আবেদন অনুযায়ী নিষেধাজ্ঞা ও অপসারনের মাধ্যমে ও Tort এর প্রতিকার প্রদান করা হয় এবং সাধারন আইনে এসকল প্রতিকার প্রদান করা হয়ে থাকে।