Find the Questions you Need

Showing posts with label আইন কি? বা আইন কাকে বলে?. Show all posts
Showing posts with label আইন কি? বা আইন কাকে বলে?. Show all posts

আইন কি? বা আইন কাকে বলে?

আইন  কাকে বলে?
আইনের একটি সর্বসম্মত ও বিজ্ঞানসম্মত সংজ্ঞা আজও নির্ধারণ করা সম্ভব হয় নাই। আইনকে সংজ্ঞায়িত করা একটি জটিল বিষয়। এর সংজ্ঞা প্রদান করা একটি পুরাতন সমস্যা। অবশ্য আইনের ধ্যান-ধারণা, প্রকৃতি, কার্যকারিতা ও ভিত্তি সম্পর্কে আইন বিজ্ঞানীগণ ঐক্যমত পোষণ করেছেন।আইনের সংজ্ঞা প্রদান করতে গিয়ে কেউ জোর দিয়েছেন আইনের উৎসের উপর, আবার কেউবা আইনের প্রকৃতির উপর ভিত্তি করে সংজ্ঞা প্রদান করেছেন।

সাধারণভাবে, আইন বলতে আমরা যে কোন কার্যের নিয়মকে বুঝে থাকি। কিন্তু আইন বিজ্ঞানে “আইন” শব্দটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থে ব্যবহৃত হয়।বাংলাদেশের সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদে বলা হয়েছে- "আইন" অর্থ কোন আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যে কোন প্রথা বা রীতি।