Find the Questions you Need

Showing posts with label সেনা আইন ও সামরিক শাসন কি?. Show all posts
Showing posts with label সেনা আইন ও সামরিক শাসন কি?. Show all posts

What is Military Law বা সেনা আইন কি? ও What is Martial Law বা সামরিক শাসন কি?

সেনা আইন (Military Law):
সেনা বিভাগের আচরণ নিয়ন্ত্রণের জন্য প্রচলিত নিয়মকানুনকে সৈনিক আইন (Military Law) বলা হয়। শুধুমাত্র সেনাবাহিনীর সদস্যদের জন্য সেনা আইন প্রযোজ্য হয়।
সামরিক আইন (Martial Law) বলতে শক্তির সাহায্যে বহিরাক্রমণ, অভ্যন্তরীণ বিদ্রোহ অথবা দাঙ্গা-হাঙ্গামা প্রতিহত করে শান্তি-শৃংখলা পুণর্বহাল করার জন্য সাধারণ আইনের ক্শমতাবলে রাষ্ট্র প্রধান যে বিশেষ জরুরী অবস্থা গ্রহণ করেন, তাকেই সামরিক আইন বলে (Martial Law)।
উইকপিডিয়ায় দেওয়া সামরিক শাসন এর সংজ্ঞাঃ
সামরিক শাসন হল সর্বোচ্চ পর্যায়ের সামরিক কর্তার শাসন যেখানে শাসনকর্তা হন সামরিক বাহিনীর প্রধান স্বয়ং। পূর্ববর্তী সরকারের প্রশাসনিক, আইনি ও বিচারবিভাগীয় ব্যবস্থার বাতিলকরনের মাধ্যমে ক্ষমতা দখল করেন উক্ত সামরিক প্রধান। সাময়িকভাবে সাধারন শাসকদের ব্যার্থতায় তাদের হাত থেকে সমস্ত ক্ষমতা সামরিক শাসকের হাতে যায় ও কার্যকরী হয়।(উদাঃ নিরাপত্তাজনিত কারনে বা জরুরী অবস্থার ভিত্তিতেও সামরিক শাসন চালু হতে পারে )