Find the Questions you Need

Showing posts with label আইনানুগ ব্যক্তি বলতে কি বুঝ?. Show all posts
Showing posts with label আইনানুগ ব্যক্তি বলতে কি বুঝ?. Show all posts

আইনানুগ ব্যক্তি বলতে কি বুঝ?

আইনানুগ ব্যাক্তিঃ
সাধারণ অর্থে প্রতিটি মানুষ ব্যক্তি হিসেবে গণ্য হলেও আইন বিজ্ঞানের দৃষ্টিতে প্রতিটি মানুষ ব্যক্তি নয়। আইন বিজ্ঞানের দৃষ্টিতে যিনি অধিকার ধারণ, সংরক্ষণ ও কর্তব্য পালন করতে সক্ষম তাকেই আইনগত ব্যক্তি বলা হয়। অর্থাৎ যে সকল ব্যক্তি অধিকার ও কর্তব্য আইনের সহিত প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত তারাই আইনানুগ ব্যক্তি।

Prof. Gray বলেন, যে ব্যক্তি বা সংস্থার উপর আইনসম্মত অধিকার ও কর্তব্য আরোপ করা যায় তাহাই আইনগত ব্যক্তি।

Prof. Salmond বলেন, A legal person is an entity to which right and duties may be attributed. অর্থাৎ আইনগত ব্যক্তি বলতে ঐ ব্যক্তি বা সংস্থাকে বুঝায় ‍যিনি অধিকার ধারণ ও কর্তব্য পালন করতে সক্ষম।

অন্যভাবে বলা যায়, স্বাভাবিক বা প্রাকৃতিক ব্যক্তি ছাড়াও আইন যেসকল কাল্পনিক বা কৃত্রিম ব্যক্তিকে বৈধ অধিকার ও কর্তব্য পালন করার যোগ্য বলে অনুমোদন করে, তাকেও আইনগত ব্যক্তি বলা হয়; যেমন- হিন্দুদের দেবীমূর্তি, মানুষের কোন সংগঠন, শ্রমিক সমিতি, কলেজ, বিশ্ববিদ্যালয় বা কোন বাণিজ্য প্রতিষ্ঠান ইত্যাদি।