Find the Questions you Need

আইন কি? বা আইন কাকে বলে?

আইন  কাকে বলে?
আইনের একটি সর্বসম্মত ও বিজ্ঞানসম্মত সংজ্ঞা আজও নির্ধারণ করা সম্ভব হয় নাই। আইনকে সংজ্ঞায়িত করা একটি জটিল বিষয়। এর সংজ্ঞা প্রদান করা একটি পুরাতন সমস্যা। অবশ্য আইনের ধ্যান-ধারণা, প্রকৃতি, কার্যকারিতা ও ভিত্তি সম্পর্কে আইন বিজ্ঞানীগণ ঐক্যমত পোষণ করেছেন।আইনের সংজ্ঞা প্রদান করতে গিয়ে কেউ জোর দিয়েছেন আইনের উৎসের উপর, আবার কেউবা আইনের প্রকৃতির উপর ভিত্তি করে সংজ্ঞা প্রদান করেছেন।

সাধারণভাবে, আইন বলতে আমরা যে কোন কার্যের নিয়মকে বুঝে থাকি। কিন্তু আইন বিজ্ঞানে “আইন” শব্দটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থে ব্যবহৃত হয়।বাংলাদেশের সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদে বলা হয়েছে- "আইন" অর্থ কোন আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যে কোন প্রথা বা রীতি।

আবার সংবিধানের ১১১ অনুচ্ছেদে বলা হয়েছে, “আপীল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রীম কোর্টের যে কোন বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধঃস্তন সকল আদালতের জন্য অবশ্য পালনীয় হইবে।” সুতরাং "আইন" মানে আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যে কোন প্রথা বা রীতি এবং উচ্চ আদালতের রায়।



আইন বিজ্ঞানী জন অষ্টিন (John Austin) -এর মতে, Law is the Command of the sovereign. অর্থাৎ, সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই আইন।

অধ্যপক হল্যাণ্ড (Prof. Holland) -এর মতে – Law is a general rule of external human action enforced by a sovereign political authority. অর্থাৎ, আইন হলো মানুষের বাহ্যিক আচরণের নিয়ন্ত্রনবিধি যা সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক বলবৎ করা হয়।

আইনবিদ অধ্যাপক স্যামন্ড (Prof. Salmond) -এর মতে - Law is the body of principles recognised and applied by  the state in the administration of justice. অর্থাৎ, আইন হল ন্যায় প্রতিষঠায় রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও প্রয়োগকৃত নীতিমালা।

আইনের সংজ্ঞায় আমরা বলতে পারি যে আইন হলো দীর্ঘ দিন ধরে প্রচলিত এমন কিছু প্রথা রীতি নীতি ও আনুষ্ঠানিকভাবে প্রণীত এমন কিছু নিয়ম কানুন যা একটি রাষ্ট্র বা গোষ্ঠী নিজেদের উপর বাধ্যগত বা অবশ্য পালণীয় বলে স্বীকার করে।

7 comments:

  1. সহজ কথায় আইন হল কাঠামোগত বিধিবিধান। কোন নির্দিষ্ট বিষয়ে কতগুলো নিয়ম নীতিমালা যখন সকলের জন্য মেনে চলার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে তাকে আইন বলা হয়।

    আইন ছাড়া আমাদের সমাজ এবং রাষ্ট্র কখনো সঠিকভাবে চলতে পারেনা। কারণ, যে সমাজে বা দেশে আইনের সঠিক প্রয়োগ নেই সেখানে কখনো শৃঙ্খলা টিকে থাকেনা। বিনিময়ে বিভিন্নমূখী সমস্যার সৃষ্টি হয়ে থাকে।

    বাংলাদেশের সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদে বলা হয়েছে কোন আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যে কোন প্রথা বা রীতি।
    আবার সংবিধানের ১১১ নং অনুচ্ছেদে বলা হয়েছে, আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রিম কোর্টের যে কোন বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধঃস্তন সকল আদালতের জন্য অবশ্য পালনীয় হইবে। সুতরাং ‘আইন’ মানে আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশের আইনের ক্ষমতাসম্পন্ন যে কোন প্রথা বা রীতি.
    একটি দেশের আইনকে প্রধানত দু’ভাগে ভাগ করা যায়
    (১) সরকার সম্পর্কিত (Public Law) এবং
    (২) ব্যাক্তি সম্পর্কিত (Private Law) এবং উচ্চ আদালতের রায় ।
    বাংলাদেশের প্রচলিত আইন সম্পর্কে একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার নির্দিষ্ট পরিমাণ ধারণা লাভ করা জরুরী।

    ReplyDelete
    Replies
    1. সহজ কথায় আইন হল কাঠামোগত বিধিবিধান। কোন নির্দিষ্ট বিষয়ে কতগুলো নিয়ম নীতিমালা যখন সকলের জন্য মেনে চলার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে তাকে আইন বলা হয়।

      আইন ছাড়া আমাদের সমাজ এবং রাষ্ট্র কখনো সঠিকভাবে চলতে পারেনা। কারণ, যে সমাজে বা দেশে আইনের সঠিক প্রয়োগ নেই সেখানে কখনো শৃঙ্খলা টিকে থাকেনা। বিনিময়ে বিভিন্নমূখী সমস্যার সৃষ্টি হয়ে থাকে।

      বাংলাদেশের সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদে বলা হয়েছে কোন আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যে কোন প্রথা বা রীতি।
      আবার সংবিধানের ১১১ নং অনুচ্ছেদে বলা হয়েছে, আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রিম কোর্টের যে কোন বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধঃস্তন সকল আদালতের জন্য অবশ্য পালনীয় হইবে। সুতরাং ‘আইন’ মানে আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশের আইনের ক্ষমতাসম্পন্ন যে কোন প্রথা বা রীতি.
      একটি দেশের আইনকে প্রধানত দু’ভাগে ভাগ করা যায়
      (১) সরকার সম্পর্কিত (Public Law) এবং
      (২) ব্যাক্তি সম্পর্কিত (Private Law) এবং উচ্চ আদালতের রায় ।
      বাংলাদেশের প্রচলিত আইন সম্পর্কে একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার নির্দিষ্ট পরিমাণ ধারণা লাভ করা জরুরী।

      Delete
  2. অর্থ আইন কি? উত্তর টা থাকলে দেন।

    ReplyDelete
    Replies
    1. উওর টা থাকলে দেন

      Delete
  3. অর্থ আইন কি? উত্তর টা থাকলে দেন।

    ReplyDelete
  4. MCQ আইন কি সেই টা বলে

    ReplyDelete
  5. অসংখ্য বানান ভুল এবং সহজ কথা জটিল আকারে উপস্থাপন করা হয়েছে।

    ReplyDelete