Find the Questions you Need

Showing posts with label নিষেধাজ্ঞা কত প্রকার ও কি কি. Show all posts
Showing posts with label নিষেধাজ্ঞা কত প্রকার ও কি কি. Show all posts

নিষেধাজ্ঞা কি? নিষেধাজ্ঞা কত প্রকার ও কি কি?

নিষেধাজ্ঞাঃ
নিষেধাজ্ঞা আদালতের একটি নির্দেশ । যা দ্বারা কোন ব্যক্তিকে একটি অন্যায়  কাজ করা বা করা হতে বিরত থাকতে বলা হয়।অথ্যাৎ নিষেধাজ্ঞা হল এমন একটি বিচার বিভাগীয় কার্যক্রম যা দ্বারা কোন পক্ষকেক কোন করাজ করা বা করা হতে বিরত থাকাকে বুঝায়। নিষেধাজ্ঞা Equty হতে উদ্ভত এটি আদালতের একটি সেচ্ছাধীন ক্ষমতা।

অন্যভাবে বলা যায়, নিষেধাজ্ঞা হল একটি বিচারবিভাগীয় কার্যক্রম যেখানে কোন পক্ষকে নির্দিষ্ট কোন কাজ করা বা করা হতে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়। ইংল্যান্ডের ইকুইটি আদালতের একটি যুগান্তকারী সৃষ্টি হল এই নিষেধাজ্ঞা। আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা (Discretionary Power) প্রয়োগ করে এই নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন।নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা বা না করা আদালতের সুবিবেচনার উপর নির্ভরশিল। কেউ অধিকার হিসাবে নিষেধাজ্ঞা দাবী করতে পারেনা।