Find the Questions you Need

আইন বিজ্ঞানের মতবাদ দ্বারা কি বুঝায়? আইন বিজ্ঞানের ৫টি মতবাদ লিখ?

আইন বিজ্ঞানের মতবাদের অর্থঃ
পন্ডিতগণ আইনবিজ্ঞানকে বিভিন্ন দৃষ্টিকোণ হতে অধ্যয়ন করেছেন। সাধারণ অর্থে আইনের উৎস, উদ্দেশ্য ও প্রকৃতি সম্বন্ধে মূলতত্বের ধারাবাহিক আলোচনাই হল আইনবিজ্ঞানের মূল কাজ।অথচ এ কাজে আইনবিজ্ঞানীগণ ঐক্যমতে পৌছাতে পারেন নি।তাঁরা স্ব স্ব ধারণা ও মতাদর্শের দৃষ্ঠিভঙ্গিতে এসমস্ত বিষয়াবলী ব্যাখ্যা করেছেন। আইনবিশারদদের প্রদত্ত বিভিন্ন মতামতসমূহ বিশ্লেষণ ও বিন্যাস করে কতগুলি মতবাদের সূচনা করা হয়েছে েএবং এগুলিকেই আইনবিজ্ঞানের মতবাদ বলে।


আইন বিজ্ঞানের ৫টি মতবাদঃ
১। দার্শনিক মতবাদঃ
২। বিশ্লেষণাত্মক মতবাদঃ
৩। ঐতিহাসিক মতবাদঃ
৪। সমাজতান্ত্রিক মতবাদঃ
৫। তুলনামুলক মতবাদঃ

3 comments: