Find the Questions you Need

নজীর বলতে কি বুঝ ? (What do you mean by Precedent)?

নজীরের সংজ্ঞাঃ
নজীর বলতে মূলতঃ দৃষ্টান্তকে বুঝানো হয়। এরুপ দৃষ্টান্ত পরবর্তী ক্ষেত্রে কোন যুক্তিতে মডেল বা আদর্শ হিসেবে গ্রহণযোগ্য হয়। ইংরেজীতে এটিকে Ruling বলা হয়।

Prof. Keeton  বলেন, A Judicial Precedent is a judicial decision to which authority has in some measure been attached. অর্থাৎ বিচার বিভাগীয় নজীর বলতে এমন একটি বিচার বিভাগীয় সিদ্ধান্তকে বুঝায়, যার প্রতি কর্তৃত্ব আরো করা হয়েছে।

Prof. Jenks বলেন, কোন এখতিয়ারবান আদালত কোন মামলায় আইন সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ করেন, তাই নজীর।

Pfor. Gray বলেন, এটি হল আদালতের কথিত ও কৃত এমন কাজ বা সিদ্ধান্ত, যা পরবর্তীতে আইন হিসেবে গণ্য হয়।

নজীর বা পূর্বদৃষ্টান্ত হল উর্দ্ধতন আদালত কর্তৃক প্রদত্ত কোন সিদ্ধান্ত বা রায়, যা পরবর্তীকালের অনুরূপ কোন মামলায় আদালত কর্তৃক অনুসরণযোগ্য বলে বিবেচিত হয়।


No comments:

Post a Comment