Find the Questions you Need

একজন সংসদ সদস্যের আসন কিভাবে শূন্য হয়? Constitutional Law of Bangladesh

Constitutional Law of Bangladesh- বাংলাদেশের সাংবিধানিক আইন

একজন সংসদ সদস্যের আসন কিভাবে শূন্য হয় সংবিধানের ৬৭ সং অনুচ্ছেদে এ বিষয়ে বর্ণনা দেয়া আছে।
১. তিনি যদি মৃত্যুবরণ করেন।
২. তিনি যদি বিদেশে নাগরিকত্ব গ্রহণ করেন।
৩. তিনি যদি পাগল হন।
৪. তিনি যদি একাধিক্রমে ৯০ (নব্বই) দিন সংসদে অনুপস্থি থাকেন।
৫. তিনি যদি একাধিক আসনে নির্বাচিত হয়ে ১টি আসন রেখে অন্যান্য আসনগুলো ত্যাগ না করেন তবে সবগুলো আসন বাতিল হবে।
৬. কোন উপযুক্ত আদালত যদি তাকে অযোগ্য বলে গণ্য করে।
৭. তিনি যদি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন।
৮. তিনি যদি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার ৯০ (নব্বই) দিনের মধ্যে শপথ নিতে ব্যর্থ হয়। শর্ত থাকে যে, তিনি সংসদের স্পিকারের অনুমতি নিয়ে সময় বাড়ানো যেতে পারে।


1 comment: