Find the Questions you Need

Labour Law Question শ্রম আইন কোন কোন প্রতিষ্ঠানের শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না?

শ্রম আইন যেসকল প্রতিষ্ঠানের শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তা নিচে আলোচনা করা হল-
১। সরকারের অধিনস্ত কোন অফিস
২। সিকিউরিটি প্রিন্টিংপ্রেস
৩। সমরাস্ত্র কারখানা
৪। অসুস্থ্য, অক্ষম, বৃদ্ধ, দুঃস্থ, প্রতিবদ্ধি, পরিতাক্তা, শিশু, বিধবা, চিকিৎসা সেবার জন্য পরিচালিত কিন্তু মুনাফা বা লাভের লক্ষ্যে পরিচালিক নহে এরূপ প্রতিষ্ঠান।
৫। দোকান-পাট বা স্টল যাহাতে খুচরা বেচা-কেনা হয়।
৬। শিক্ষা, প্রশিক্ষণ বা গবেষণা প্রতিষ্ঠান
৭। মুনাফা লাভের জন্য পরিচালিত নহে এমন মেছ বা ছাত্রাবাস।
৮। সরকারের পরিচালনা অথচ মালিকানাধীন কোন দোকান বা শিল্প।
৯। রেল বিভাগ
১০। ডাক, তার ও টেলিফোন বিভাগ
১১। সড়ক ও জনপথ বিভাগ
১২। গণপূর্ত বিভাগ
১৩। গণ স্বাস্থ্য প্রকৌশল
১৪ বাংলাদেশ সরকারী মদ্রণালয়
১৫। কোন নাবিক
১৬। সমুদ্রগামী কোন জাহাজ
১৭। এমন কোন কৃষি খামার যেখানে সাধারণতঃ ১০ জনের কম শ্রমিক কাজ করে।
১৮। গৃহ পরিচালক।

No comments:

Post a Comment