Find the Questions you Need

সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা সমূহ কি কি? Constitutional Law of Bangladesh

Constitutional Law of Bangladesh- বাংলাদেশের সাংবিধানিক আইন

বাংলাদেশ সংবিধানের ৬৬(১) উপ অনুচ্ছেদে সংসদ সদস্যদের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে।
সংসদ সদস্য হওয়ার যোগ্যতা:
১. বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. তার বয়স কমপক্ষে ২৫ বছর পূর্ণ হতে হবে।


বাংলাদেশ সংবিধানের ৬৬(২) উপ অনুচ্ছেদে সংসদ সদস্যদের অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে।
সংসদ সদস্য হওয়ার যোগ্যতা:
১. তিনি যদি বাংলাদেশে এর নাগরিক না হন।
২. তার বয়স ২৫ এর কম হয়।
৩. তিনি যদি কোন আদালত কর্তৃক এই পদে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষিত হয়ে থাকেন।
৪. তিনি যদি ঋণ খেলাপী হন।
৫. তিনি যদি বিল খেলাপী হন।
৬. যদি তিনি সরকারের কোন লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন।
৭. তিনি যদি দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায়মুক্তি সনদ গ্রহণ না করে থাকেন।
৮. তিনি যদি নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারী অপরাধের জন্য দন্ডিত হয়ে থানে এবং দন্ড ভোগ করার পর যদি ৫ বছর অতিক্রান্ত না হয়ে থাকে তবে তিনি অযোগ্য।
৯. তিনি যদি বিদেশী নাগরিকত্ব গ্রহণ করে থাকেন।
১০. তিনি যদি পাগল বা অপ্রকৃতিস্থ হয়ে থাকেন।

একজন সংসদ সদস্যের আসন কিভাবে শূন্য হয়? Constitutional Law of Bangladesh

Constitutional Law of Bangladesh- বাংলাদেশের সাংবিধানিক আইন

একজন সংসদ সদস্যের আসন কিভাবে শূন্য হয় সংবিধানের ৬৭ সং অনুচ্ছেদে এ বিষয়ে বর্ণনা দেয়া আছে।
১. তিনি যদি মৃত্যুবরণ করেন।
২. তিনি যদি বিদেশে নাগরিকত্ব গ্রহণ করেন।
৩. তিনি যদি পাগল হন।
৪. তিনি যদি একাধিক্রমে ৯০ (নব্বই) দিন সংসদে অনুপস্থি থাকেন।
৫. তিনি যদি একাধিক আসনে নির্বাচিত হয়ে ১টি আসন রেখে অন্যান্য আসনগুলো ত্যাগ না করেন তবে সবগুলো আসন বাতিল হবে।
৬. কোন উপযুক্ত আদালত যদি তাকে অযোগ্য বলে গণ্য করে।
৭. তিনি যদি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন।
৮. তিনি যদি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার ৯০ (নব্বই) দিনের মধ্যে শপথ নিতে ব্যর্থ হয়। শর্ত থাকে যে, তিনি সংসদের স্পিকারের অনুমতি নিয়ে সময় বাড়ানো যেতে পারে।


Labour Law Question শ্রম আইন কোন কোন প্রতিষ্ঠানের শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না?

শ্রম আইন যেসকল প্রতিষ্ঠানের শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তা নিচে আলোচনা করা হল-
১। সরকারের অধিনস্ত কোন অফিস
২। সিকিউরিটি প্রিন্টিংপ্রেস
৩। সমরাস্ত্র কারখানা
৪। অসুস্থ্য, অক্ষম, বৃদ্ধ, দুঃস্থ, প্রতিবদ্ধি, পরিতাক্তা, শিশু, বিধবা, চিকিৎসা সেবার জন্য পরিচালিত কিন্তু মুনাফা বা লাভের লক্ষ্যে পরিচালিক নহে এরূপ প্রতিষ্ঠান।
৫। দোকান-পাট বা স্টল যাহাতে খুচরা বেচা-কেনা হয়।
৬। শিক্ষা, প্রশিক্ষণ বা গবেষণা প্রতিষ্ঠান
৭। মুনাফা লাভের জন্য পরিচালিত নহে এমন মেছ বা ছাত্রাবাস।
৮। সরকারের পরিচালনা অথচ মালিকানাধীন কোন দোকান বা শিল্প।
৯। রেল বিভাগ
১০। ডাক, তার ও টেলিফোন বিভাগ
১১। সড়ক ও জনপথ বিভাগ
১২। গণপূর্ত বিভাগ
১৩। গণ স্বাস্থ্য প্রকৌশল
১৪ বাংলাদেশ সরকারী মদ্রণালয়
১৫। কোন নাবিক
১৬। সমুদ্রগামী কোন জাহাজ
১৭। এমন কোন কৃষি খামার যেখানে সাধারণতঃ ১০ জনের কম শ্রমিক কাজ করে।
১৮। গৃহ পরিচালক।